বঙ্গবন্ধু ছিলেন বাংলার মানুষের আলোর বাতিঘর ..সাবেক চিফ হুইফ আ.স.ম ফিরোজ এমপি

বঙ্গবন্ধু ছিলেন বাংলার মানুষের আলোর বাতিঘর  ..সাবেক চিফ হুইফ আ.স.ম ফিরোজ এমপি

এম মনিরুজ্জামান হিরোন, বাউফল প্রতিনিধিঃ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার মানুষের আলোর বাতিঘর। তিনি স্বপ্ন দেখেছেন সোনার বাংলার সকল মানুষ মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। যা তিনি স্বাধীন বাংলার সংবিধানে লিপিবদ্ধ করেছেন। আজ তা তারই কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করে যাচ্ছে। সারাদেশের ন্যায়  বাউফলের শতভাগ মানুষ বিদ্যুতের আলোতে আলোকিত হচ্ছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে উপজেলার এক হাজার গ্রাহকের ঘরে প্রায় ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, বাউফল উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, সহকারী কমিশনার ভুমি আনিছুর রহমান বালী, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, ভাইস চেয়ারম্যান মাশারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, জেনারেল ম্যানেজার একেএম আজাদ, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান।